×

আন্তর্জাতিক

বিজেপিতে যোগ দিয়ে বিশেষ নিরাপত্তা পেলেন মিঠুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১১:২৪ এএম

বিজেপিতে যোগ দিয়ে বিশেষ নিরাপত্তা পেলেন মিঠুন

সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ছবি: হিন্দুস্তান টাইমস।

বিজেপিতে যোগ দিয়ে বিশেষ নিরাপত্তা পেলেন মিঠুন

‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী। গত রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। তাকে ‘বাংলার ছেলে’ বলেই সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী দিয়ে সাজিয়ে দিল অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর সংবাদ প্রতিদিনের।

এর আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের জন‌্য কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সেই সরণিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মিঠুনের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছিলেন মিঠুন। তারপর থেকেই মহাগুরুর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। যদিও সেই বৈঠককে তখন অরাজনৈতিক বলেই দাবি করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে রাজনৈতিক মহলের মত ছিল, বিজেপিতে মিঠুনের বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা মাত্র। ৭ মার্চ যাবতীয় জল্পনার অবসান হয়। বিজেপির ব্রিগেড সমাবেশের মঞ্চে গেরুয়া শিবিরে যোগ দেন বাংলার মহাগুরু।

নিয়ম মতো, মোট ৫৫ জনকে নিয়ে তৈরি হয় ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বলয়। মিঠুনের নিরাপত্তায় থাকবেন সিআইএসএফের ১১ জন কমান্ডো। ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু আট দফার নির্বাচন। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ২ মে ভোটের ফল প্রকাশ। দ্বিতীয় দফায় ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। শোনা গে সছে, শুভেন্দুর জন‌্য প্রচারে যেতে পারেন মিঠুন চক্রবর্তী। তার আগেই অভিনেতা ও বিজেপি নেতার জন‌্য ‘ওয়াই প্লাস’ নিরাপত্তার বন্দোবস্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App