×

খেলা

মেসি-রোনালদো যুগের অবসান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৪:২৪ পিএম

মেসি-রোনালদো যুগের অবসান!
এক যুগেরও বেশি সময় ধরে ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বজায় রেখে খেলছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এ দুজনের একচ্ছত্র শ্রেষ্ঠত্ব। টুর্নামেন্টটির ইতিহাসে দুজন সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। কিন্তু এবারের আসরের কোয়ার্টার ফাইনালে কেউই নেই। পোর্তোর বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের হেরে শেষ ষোলো থেকে ছিটকে পড়েছে রোনালদোর জুভেন্টাস। বৃহস্পতিবার পিএসজির বিপক্ষে হেরে শেষ আটে উঠার দৌড় থেকে বাদ পড়েছে মেসির বার্সেলোনাও। যা গত ১৬ বছরেও দেখেনি ইউরোপিয়ান ফুটবল। তাই চারদিকে রব উঠেছে মেসি-রোনালদো যুগ বুঝি অবসান হতে চলেছে। ২০০৫ সালের পর থেকে ফুটবলপ্রেমীরা মেসি অথবা রোনালদোর কাউকে না কাউকে চ্যাম্পিয়নস লিগের প্রায় শেষ পর্যন্ত দেখতেই অভ্যস্ত ছিলেন। এর আগের বছর অর্থাৎ ২০০৪-২০০৫ মেসি এখনকার বার্সেলোনায়ই ছিলেন। যদিও তখন বড় তারকা হয়ে উঠেননি আর্জেন্টাইন ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওই বছর মেসির বার্সেলোনা আর রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড দলই বাদ পড়েছিল শেষ ষোলো থেকে। প্রায় ১৬ বছর পর এবার তার পুনরাবৃত্তি হলো। দুই জনার দল ইবাদ পড়ল শেষ ষোলো থেকে। ইউরোপিয়ান মঞ্চে মেসি- রোনালদোর আবির্ভাব হওয়ার পর থেকে দুজন মিলেই সেরার পুরস্কারগুলো পকেটে পুড়েছেন। রোনালদো তখন থেকে ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। মেসি এই পুরস্কার পেয়েছেন রোনালদোর চেয়ে একবার বেশি। দ্বৈরথ শুরুর পর থেকে এই এত বছরে মেসি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চারবার। এই লড়াইয়ে অবশ্য মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো, তিনি জিতেছেন পাঁচবার। ইউরোপসেরা হওয়ার লড়াইয়ের চূড়ান্ত মঞ্চ, মানে ফাইনালে ওঠারও যদি কোনো দ্বৈরথ থাকে দুজনের, সেখানেও রোনালদো এগিয়ে। পর্তুগিজ তারকা যেখানে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন সাতবার, মেসি চারবার। তবে এখানে বলে রাখা উচিত, ফাইনালে উঠলে মেসিকে আটকে রাখা যায়নি। ফাইনাল রোনালদোকে সাফল্য-বঞ্চিত করেছেন দুবার। চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনালদো যুগ নিয়ে কথা উঠলেও লিগে দুজনেই নিজেদের ছাপ রেখে চলেছেন। ইতালিয়ান সিরি আয় ক্রিশ্চিয়ানো রোনালদো এবারের সর্বোচ্চ গোলদাতা। তার নামের পাশে রয়েছে ২০ গোল। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের রোমেলু লুকাকোর গোলও রোনালদোর থেকে ২ কম। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসিও আস্থার প্রতিদান দিয়ে চলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App