×

আন্তর্জাতিক

মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘে নিন্দা, আলোচনার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১১:০৪ এএম

মিয়ানমারে সহিংসতার নিন্দা জানানো হয়েছে জাতিসংঘ অধিবেশনে। সব ধরনের সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ঝাং জুন।

বুধবার স্থানীয় সময় অনুষ্ঠিত অধিবেশনে মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোও।

[caption id="attachment_268201" align="alignnone" width="964"] রবিবার মিয়ানমারে চলমান বিক্ষোভে পাখির মতো গুলি করে সেনাবাহিনী ও পুলিশ। ইয়াঙ্গুনে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় নিজেদের সুরক্ষার চেষ্টায় ঢাল ব্যবহার করে বিক্ষোভকারীরা। ছবি সংগৃহীত[/caption]

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এপর্যন্ত দেশটিতে সামরিক শাসন বিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার জনকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, দেশটিতে যুদ্ধের কলা-কৌশল ব্যবহার করছে জান্তা সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App