×

খেলা

বাংলাদেশের বিপক্ষে কিউইদের শক্তিশালী দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৮:২৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে কিউইদের শক্তিশালী দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর টাইগারদের মোকাবিলা করার জন্য নতুন ও পুরাতনের মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নতুন তিনজন। আর দলের বাকি ১০ জনের সবাই পরিচিত মুখ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে কিউইদের নেতৃত্বে থাকবেন টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় লাথামের ওপর দায়িত্ব দিয়েছে কিউই বোর্ড। ওয়ানডে দলে ডাক পাওয়া নতুন তিনজন হলেন ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ডারেল মিচেল। ডেভন কনওয়ের নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ইতোমধ্যে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর টি-টোয়েন্টিতে নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের সুবাদে এবার ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন। অন্যদিকে উইল ইয়ং ২০১৯ সালে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে দুইটি সেঞ্চুরি করেন। ফলে ওই সময়ই দলে জায়গা পাওয়ার কথা ছিল তার। কিন্তু কাঁধের ইনজুরির কারণে সে সময় সুযোগ হয়নি তার। এবার সুযোগ পেয়েছেন। অন্যদিকে ডারেল মিচেলের টেস্ট দলের হয়ে অভিষেক হয়েছে। এখন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। দলে অলরাউন্ডার হিসেবে থাকবেন ডারেল মিচেল, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার। বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিলের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন হ্যানরি নিকোলস। গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের বিপক্ষে দারুণ খেলেছিলেন এ দুজন। অন্যদিকে পেস বোলিং আক্রমণটা বরাবরের মতো এবারো শক্তিশালী রেখেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে গতির ঝড় তুলতে দেখা যাবে ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরি, টিম সাউদি ও কাইল জেমিসনকে। বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছে। কিন্তু একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। আর এবারো জয়ের খরা কাটাতে হলে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ২০ মার্চ। এই ম্যাচটি হবে ডানেডিনে। এরপর ২৩ ও ২৬ মার্চ বাকি দুটি ওয়ানডে যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে হবে। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবারাত্রির। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২৮ নেপিয়ার, ৩০ মার্চ অকল্যান্ড ও ১ এপ্রিল হ্যামিলটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের মাধ্যমে নিজের শততম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচটি খেলবেন টম লাথাম। অন্যদিকে হ্যানরি নিকোলস ৫০তম ম্যাচটি খেলবেন। নিউজিল্যান্ডের ওয়ানডে দল : টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ডারেল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়ং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App