×

পুরনো খবর

প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী ও কুবির চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৫:২৫ পিএম

প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী ও কুবির চুক্তি

সেনাবাহিনী ও কুবির চুক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অবকাঠামো উন্নয়নে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ক্যান্টনম্যান্টের ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড কার্যালয়ে এই স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।

সমোঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, সেনাবাহিনীর  চীফ ইন ইঞ্জিনিয়ার ইবনে ফজল শায়খুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান প্রমুখ। সেনাবাহিনীর পক্ষে এ প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলী সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর সাথে আমাদের আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সেনাবাহিনী দ্রুত প্রকল্পের মাস্টার প্ল্যান সম্পন্ন করে অবকাঠামোগত উন্নয়নের কাজ করবে।

২০১৮ সালের অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয় । প্রকল্পটির মধ্যে রয়েছে, ২০০ একর নতুন ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন (১০০ একর), চারটি দশ তলা একাডেমিক ভবন, একটি ছয় তলা প্রশাসনিক ভবন নির্মানসহ বেশ কয়েকটি কার্যক্রম। প্রকল্পটি ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App