×

খেলা

নিউজিল্যান্ডে স্পিনাররা বড় ভূমিকা রাখবে: ড্যানিয়েল ভেট্টোরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৮:৪০ পিএম

নিউজিল্যান্ডে স্পিনাররা বড় ভূমিকা রাখবে: ড্যানিয়েল ভেট্টোরি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কথা বলছেন তিনি। আগামী ২০ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল।

দীর্ঘ প্রায় ১২ মাস পর নিজের শিষ্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ভেট্টোরি। করোনা ভাইরাসের কারণে তিনি বাংলাদেশে আর ফিরেননি। ফলে তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ।

স্পিনাররা বড় ভূমিকা রাখবেন ভেট্টোরি এ কথা বলছেন সদ্যই সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজটি দেখে। এই সিরিজে নিউজিল্যান্ডের ইস সোদি, মিচেল স্যান্টনার ও অস্ট্রেলিয়ার অ্যাস্টন আগার, অ্যাডাম জাম্পারা ব্যাটসম্যানদের বেশ ভালো ভুগিয়েছেন। ইস সোদি ৫ ম্যাচের সিরিজে ১৩টি উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন।

এ ব্যাপারে ড্যানিয়েল ভেট্টোরি বলেন, ‘আমি মনে করি স্পিন বড় অবদান রাখতে পারে। আপনি দেখেন মিচেল স্যান্টনার আর ইস সোদি কতটা সফল হয়েছে সাম্প্রতিক সিরিজগুলোতে। এমনকি অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পাও অবদান রেখেছে। সবাই জানে সাদা বলের ক্রিকেটে স্পিন কতটা গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘আলাদাভাবে মিরাজ, ও যে রকম অভিজ্ঞ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ও যে রকম সফলতা পেয়েছে। আমি মনে করি সে দলের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। মাহাদী ও নাসুমও তাকে সঙ্গ দেবে। আমি মনে করি তারা সত্যিই দলে জায়গা পেতে পারে ও দলের জন্য অবদান রাখতে পারবে।’

তাছাড়া তামিম ইকবালের অধিনায়কত্ব নিয়েও কথা বলেন ভেট্টোরি। তিনি বলেন, বাংলাদেশ ভাগ্যবান যে তামিমের নেতৃত্বে তারা খেলতে এসেছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ভাগ্যবান কারণ এই সিরিজটিতে তারা তামিমের নেতৃত্বে এসেছে। কারণ সে এর আগে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে। সে বোঝে অতীতে কোন পরিকল্পনাগুলো কাজে লাগেনি। আর আমি মনে করি যে পরিকল্পনাগুলো কাজে লাগবে সে সেগুলোতেই মনোযোগ দেয়।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ দলের হয়ে তৃতীয়বারের মতো কাজ করবেন ড্যানিয়েল ভেট্টোরি। তিনি ২০১৯ সালে দলের সঙ্গে ভারতে গিয়েছিলেন ও ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশে এসেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App