×

সারাদেশ

খুলনায় শিক্ষক চিত্তরঞ্জন হত্যা মামলায় ২ আসামির ফাঁসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৩:৩২ পিএম

খুলনায় শিক্ষক চিত্তরঞ্জন হত্যা মামলায় ২ আসামির ফাঁসি

খুলনার ইংরেজি প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের নিয়ে যায়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রতিনিধি

খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রাজু মুন্সী ওরফে গালকাটা রাজু ও মো. তুহিন গাজী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আইনজীবীরা জানান, ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাতে নগরীর শেরে বাংলা রোডে জানালার গ্রিল কেটে কলেজ শিক চিত্তরঞ্জন বাইনের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর হাত-পা ও মুখ বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়।

চিত্তরঞ্জন বাইন বটিয়াঘাটা উপজেলার শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই সুবোল বাইন বাদী হয়ে পরদিন খুলনা সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামাল উদ্দিন ২০১৭ সালের ১২ অক্টোবর ১০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জন স্বাক্ষ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App