×

খেলা

ওয়ানডেতে লঙ্কানদের গুড়িয়ে লাকি সেভেনে উইন্ডিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৪:৪২ পিএম

ওয়ানডেতে লঙ্কানদের গুড়িয়ে লাকি সেভেনে উইন্ডিজ

ব্যাটে ব্যাট লাগিয়ে অভিনন্দন বিনিময় করছেন ওপেনার এভিন লুইস ও সাই হোপ। ছবি সংগৃহীত

এন্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ মার্চ ) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর এর মাধ্যমে টানা ছয়টি ওয়ানডে ম্যাচে হারার পর লাকি সেভেন অর্থাৎ সপ্তম ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখেছে তারা। ওই ছয় ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ও বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃহস্পতিবারের  ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে ২৩২ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৭ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। আর ক্যারিবীয়দের এমন দাপুটে জয় এনে দিতে ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রাখেন সাই হোপ। তিনি সেঞ্চুরি করেন। তিনি ১৩৩ বল খেলে ১১০ রান করেন। এটি তার ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন এভিন লুইস। তিনি ৯০ বল খেলে ৬৫ রান করেন। এরপর ব্যাট করতে নামা ড্যারেন ব্রাভো ৪৭ বলে ৩৭ রান ও জেসন মোহাম্মদ ১৫ বল খেলে ১৩ রান করে দলকে সহজ জয় এনে দেন। দুই ওপেনার লুইস ও হোপ প্রথম উইকেটে ১৪৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। লঙ্কানদের হয়ে ওই দুইটি উইকেটই তুলে নেন দুশমানথা চামিরা। এদিকে এর আগে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাও ভালো শুরু করে। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও দিমুথ করুণারত্নে উদ্বোধনী জুটিতে দলকে ১০৫ রান এনে দেন মাত্র ১৯ ওভার ২ বলে। কিন্তু দলীয় ১০৫ রানের সময় করুণারত্নে ৬১ বল খেলে ৫২ রান আউট হওয়ার পরই ধ্বস নামে তাদের ব্যাটিংয়ে। দলীয় ১১২ রানের মাথায় দানুশকা ৬১ বল খেলে ৫৫ রান করে আউট হন। এরপর পাথুম নিশাকা ৮, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫ ও দিনেশ চান্দিমাল ১২ রান করে আউট হলে দলীয় ১৫১ রান তুলতেই পাঁচ উইকেট চলে যায় তাদের। তবে অন্য সতীর্থরা যখন যাওয়া আসার মধ্যে ছিলেন তখন ব্যতিক্রম ছিলেন আসেন বান্দারা। তিনি ৬০ বল খেলে ৫০ রান করেন। এরপরে ব্যাট করতে নামা কামিন্দু মেন্ডিস ৯, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩, দুশমানথা চামিরা ৮ রান করে আউট হন। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র লাকসান সানদাকান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন। তিনি ২০ বল খেলে ১৬ রান করেন। তিনি এই রান করে অপরাজিত থাকেন। শেষ ব্যাটসম্যান হিসেবে ১ রান করে আউট হন নুয়ান প্রদীপ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচটিতে ২টি করে উইকেট তুলে নেন জেসন হোল্ডার ও জেসন মোহাম্মদ। একটি করে উইকেট তুলে নেন আলজারি জোসেফ, কাইরন পোলার্ড ও ফাবিয়ান অ্যালান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App