×

পুরনো খবর

মেয়ের সামনে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৩:৪৫ পিএম

মেয়ের সামনে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু
মেয়ের সামনে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু
মেয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। বুধবার (১০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এ ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম (৫০) নরসিংদীর শিবপুরের কুন্দারপাড় গ্রামের স্কুল শিক্ষক। রেহেনার স্বামীর নাম জসিম উদ্দিন। ১ ছেলে ৩ মেয়ের জননী ছিলেন তিনি। গ্রাম থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য মেয়ের সঙ্গে ঢাকা আসেন তিনি। চোখের সামনে মায়ের মৃত্যু দেখে কিছুতেই নিজেকে শান্তনা দিতে পারছেন না মেয়ে তানজিনা আক্তার মেঘলা। নিহত রেহেনার মেয়ে মেঘনা জানান, তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে মাকে সোহরাওয়ার্দী হাসপাতালে এনে চিকিৎসা করান। বুধবার তারা দুজন হাসপাতাল থেকে বের হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আরেকটি পরীক্ষার রিপোর্ট আনতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় তখন একটি বাস খুব দ্রুত গতিতে আসে। বাসটিকে আস্তে আসার জন্য সংকেত দিলেও বাস চালক তার গতি কমায়নি। তখন মা তার হাত থেকে ছাড়া পেয়ে সামনে চলে যায়। সেসময় বাস তাকে জোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী আশিয়ানা আইয়ুবী জানান, আমরা বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম। তখন দেখি গাবতলীর দিকে থেকে আসা ওয়েলকাম পরিবহনের বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন। শেরেবাংলানগর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) সমীর চন্দ্র ভৌমিক জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাস ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App