×

শিক্ষা

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৬ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৩:১৮ পিএম

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৬ মার্চ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার আকতার হোসেন এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন রাশিম মোল্লা ও আশরাফুল ইসলাম আকাশ। এতে জানানো হয়, ১০ই মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ই মার্চ মনোনয়ন সংগ্রহ ও জমা, ১৩ই মার্চ মনোনয়ন যাচাই-বাছাই, ১৪ ই মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ ই মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী ১৬ ই মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারী জবিসাসের এক সাধারণ সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App