×

জাতীয়

মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছে ৭ মার্চের ভাষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০১:৪৩ পিএম

মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছে ৭ মার্চের ভাষণ
মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছে ৭ মার্চের ভাষণ
মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছে ৭ মার্চের ভাষণ

ফাইল ছবি

একটি ভাষণ একটি মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছে। এই ভাষণে বঙ্গবন্ধু স্ব-শাসিত বাংলাদেশ গড়ার সূচনা করেন। সেদিন বঙ্গবন্ধু ছিলেন একমাত্র বক্তা। ১৮ মিনিটের বক্তব্যে খাঁটি বাংলায় জনগণের মনের ভাষায় তিনি বক্তব্য রেখেছেন। বঙ্গবন্ধুর সেই বক্তব্য মানুষের অন্তরে দাবানল জ্বালিয়ে দিয়েছিল। তার এই বক্তব্যের আবেদন এখনো শেষ হয়নি, ভবিষ্যতেও কোনদিন হবে না। এজন্যই আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ উইক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছেন। এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। মঙ্গলবার (৯ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জোটের এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তারা। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে ও দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন জোটের নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারীসহ জোটের নেতারা। সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ৭ ভাষণ শুধু দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলনা, এই ভাষণ আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্য ছিল। ‌ তার প্রমাণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। তিনি বলেন, এই ভাষণে তিনটি পাঠ ছিল।‌ প্রথম পাঠে পাকিস্তানের শাসনের ২৩ বছরের নির্যাতন-বঞ্চনার ইতিহাস। দ্বিতীয় পাঠে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত যে অত্যাচার করা হয়েছে তার বর্ণনা। তৃতীয় পাঠে পরবর্তী করণীয় সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। ১৪ দলের সমন্বয়ক বলেন, আজকে বিএনপি ৭ মার্চ পালনের নামে এই ভাষণকে বিকৃত করতে চেয়েছিল, যেটা তারা এতদিনে বিরোধিতা করে করতে পারেনি। এজন্যই তারা এই কর্মসূচি পালন করেছে। এটা তাদের বংশ পরিচয় এর কারণেই সম্ভব হয়েছে। কারণ তারা পাকিস্তানি ভাবধারা এখনো লালন করে। হাসানুল হক ইনু বলেন, একাত্তরের মার্চকে আমরা অগ্নিঝরা মার্চ বলি। এই মার্চে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ। এই ভাষণের মধ্য দিয়ে অনন্য সাধারণ একটি বদলের ঘটনা ঘটেছিল। এই ভাষণ এর মাধ্যমেই পাকিস্তানের চক্রান্ত বানচাল হয়েছিল। এই ভাষণে বঙ্গবন্ধু সেদিন স্ব শাসিত বাংলাদেশ গড়ার সূচনা করেন। দিলীপ বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ যারা বুঝে না, এ ভাষণে যারা কিছুই খুঁজে পায়না তারা পাকিস্তানের চর। তারা নির্বোধ। অথচ এই ৭ মার্চের ভাষণ এর ধারাবাহিকতায় জাতি আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। শেখ শহিদুল ইসলাম বলেন, একটি ভাষণ সারা বিশ্বে একটি মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছে। সেদিন বঙ্গবন্ধু একজনই বক্তা ছিলেন। সেই সমাবেশের কোন সভাপতি ছিল না। ১৮ মিনিটের বক্তব্যে তিনি সাধারণ মানুষের কথা বলেছেন। জনগণের মনের ভাষায় বক্তব্য রেখেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ উইক সেজন্য বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দিয়েছে। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ৭ মার্চের ভাষণ বাঙালির অন্তরে দাবানল জ্বালিয়ে দিয়েছিল। নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, একটি ভাষণ সাড়ে সাত কোটি মানুষকে উজ্জীবিত করেছিল। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App