×

খেলা

বয়সকে হার মানিয়ে ছুটে চলছেন রোনালদো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০১:০৪ এএম

বয়সকে হার মানিয়ে ছুটে চলছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটি আসলেই একটা কথা সামনে ভেসে উঠতে বাধ্যÑ ‘গোল মেশিন’। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের মনে আসতে পারে তার বয়সের কথাও। মাঠের খেলায় আর কতদিন আমাদের বিনোদিত করে যেতে পারবেন পর্তুগিজ সুপারস্টার? বয়সটা যে রোনালদোর ৩৭ এর ঘরে দৌড়াচ্ছে। ফুরিয়ে যাওয়ার রব ওঠা রোনালদোর ক্যারিয়ারের দিকে তাকালে দৃশ্যপটে আবার ভিন্ন চিত্র ভেসে ওঠে। বয়সকে হার মানিয়ে বুড়ো রোনালদো ছুটে চলেছেন তরুণ রোনালদোর মতোই! রিয়াল মাদ্রিদে থাকাকালেই রোনালদোর নাম ঘিরে ফুরিয়ে যাওয়ার রব ওঠে। স্পেনে শেষ দুয়েক মৌসুমের শুরুর দিকে কিছুটা বাজে ফর্মে থাকলেও শেষে এসে ঠিকই জাত চিনিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। রিয়াল মাদ্রিদে শেষ দুই মৌসুম লিগে ২৫ ও ২৬টি করে গোল করেছিলেন রোনালদো। অথচ আগের বছরগুলোতে প্রায় সময়ই ত্রিশোর্ধ্ববার জালের দেখা পেয়েছেন তিনি। গেল ফেব্রুয়ারিতে ৩৭ এ পা দেয়া রোনালদো জুভেন্টাসে এসে প্রথম মৌসুমে করেছিলেন ২১ গোল। ২০১৯-২০ ও চলতি মৌসুমে ফের আগের রূপে দেখা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ২০১৯-২০ মৌসুমে তার পা থেকে এসেছিল ৩১ গোল। চলতি মৌসুমেও সেরা ফর্মে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পরিসংখ্যানের দিকে তাকালে মনে হবে তরুণ বয়সে ফিরে গেছেন তিনি। এখন পর্যন্ত ২২ ম্যাচে রোনালদোর পা থেকে এসেছে ২০ গোল। যা ইতালিয়ান সিরি আয় এবারের মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের রোমেলু লুকাকো ২ গোলে পিছিয়ে আছেন রোনালদো থেকে। করোনা ভাইরাসসহ বেশ কিছু কারণে এবার রোনালদো কয়েকটা ম্যাচ মিস করেছেন। সব মিলিয়ে বয়সকে হার মানিয়ে নিজস্ব গতিতে এগিয়ে চলেছেন তিনি। ইউরোপের সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে রোনালদোর গোলসংখ্যা ৪। ম্যাচ খেলেছেন মাত্র ৫টি। ৮ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন এরলিং ব্রত হরল্যান্ড। রোনালদো জুভেন্টাসের হয়ে সবকটি ম্যাচে খেলতে পারলে তিনিও হয়তো সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে থাকতে পারতেন প্রথম সারিতে। তবে এখনো আশা ছাড়ার কারণ নেই। রোনালদোর জুভেন্টাস টুর্নামেন্টটির শেষ ষোলোয় পোর্তোর বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে। সেখান থেকেও হয়তো দলকে উদ্ধার করতে পারেন তিনি। কেননা বেশ কয়েক বার রোনালদোর এমন দৃষ্টান্তের ছাপ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রোনালদোর চেয়ে বেশি গোল কেবল রবার্ট লেভানদোস্কির। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৩০ গোল করেছেন তিনি। জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে এই গোলগুলো করেছেন পোলিস স্ট্রাইকার। বাকিদের কেউই রোনালদোকে টপকাতে পারেননি। ১৯টি করে গোল রয়েছে এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টের আন্দ্রে সিলভা ও হরল্যান্ডের। লা লিগায় ১৯ গোল করেছেন ক্রিশ্চিয়ানোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। বুড়ো রোনালদোর সামনে এখন হয়তো দুটি লক্ষ্য।

:: নূরুজ্জামান শুভ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App