×

খেলা

বাফুফে-বিসিবি মাঠ সংকটে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১২:৫৮ এএম

বাফুফে-বিসিবি মাঠ সংকটে

শামসুজ্জামান শামস : ফুটবলের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু যে কোনো ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে তাকে স্টেডিয়াম নিয়ে ভাবতে হয়। কারণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়া ফুটবলের জন্য ঢাকায় কোনো মাঠ নেই। তাই মাঠ নিয়ে প্রতি বছর টানাহেঁচড়ায় হাঁফিয়ে ওঠে বাফুফে। তাছাড়া বেশির ভাগ টুর্নামেন্টে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোমভেন্যু করায় এই মাঠের অবস্থা দিনকে দিন খারাপের দিকে। অন্যদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর থেকে চাপ কমাতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল এবং কেরানীগঞ্জকে বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিগগিরই এসব মাঠের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। সম্প্রতি মিরপুরে বিসিবির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের জন্য বড় সংকট মাঠ। এই সংকট এত বেশি যে ঢাকা শহরে খেলার জায়গাই নেই আমাদের। কিছু হলে এই স্টেডিয়ামের (শেরেবাংলা স্টেডিয়াম) ওপর বেশি চাপ পড়ছে। এ জন্যই আমরা কাজ শুরু করেছিলাম (মাঠ খোঁজার)।’ ‘সিলেট স্টেডিয়ামে (আউটার) বেশ কিছু কাজ হচ্ছে। সেটা শেষ হলে প্রথম শ্রেণিরসহ অনেক খেলা চালাতে পারব। বরিশাল স্টেডিয়ামে সম্প্রতি আমরা একটি সিরিজ করেছি। ওখানে আরো উন্নয়ন করে খেলা আয়োজন করব। ময়মনসিংহে কৃষি বিশ^বিদ্যালয়ের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তাদের ৮টি মাঠের ২টি আমরা নিয়ে নিচ্ছি। ওখানে কাজ করে প্রথম শ্রেণির ক্রিকেটসহ আরো খেলা চালানো হবে। কেরানীগঞ্জে একটি মাঠ আমরা তৈরি করেছি, সেটায় আরো উন্নয়ন করে খেলা আয়োজন করব।’ মাঠ সংকটের কারণে ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে হিমশিম খাচ্ছেন বাফুফে সভাপতি কাজী মো, সালাউদ্দিন। মাঠ সংকট দূরীকরণে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সহায়তা চেয়েছেন। এ কারণে তিনি ক্রিকেটের শীর্ষ কর্তাকে ফোন করে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি বছরের নির্ধারিত কয়েক মাস ব্যবহারের সুযোগ চেয়েছেন। ফতুল্লা স্টেডিয়ামটি টেস্ট ভেন্যু হলেও গত চার বছর সেখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। সর্বশেষ ম্যাচ হয়েছে ২০১৬ সালে। এরপর থেকে সেভাবে মাঠটা ব্যবহার করে না বিসিবি। ঘরোয়া কিছু খেলা হলেও বেশির ভাগ সময়ই অলস পড়ে থাকে মাঠটি। মূল ড্রেনেজ সিস্টেম ভালো নয় বলেই এই মাঠে এখন আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় না বিসিবি। এই সুযোগটাই কাজে লাগিয়ে এ মাঠে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কিংবা তৃতীয় বিভাগের কিছু ম্যাচ আয়োজন করে মাঠ সংকট কিছুটা ঘুচাতে চায় বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আহ্বানে এখনো সাড়া দেয়নি বিসিবি। এ ব্যাপারে ভোরের কাগজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা নিজেরাই মাঠ সংকটে রয়েছি। পর্যাপ্ত মাঠের অভাবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটসহ অনেক খেলা আয়োজনে হিমশিম খাচ্ছি। আমরা মাঠ সংকট দূর করতে ঢাকার আশপাশে জমি কিনে স্টেডিয়াম তৈরির কথা ভাবছি। বাফুফেকে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম না দেয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ফতুল্লা আইসিসি ভেন্যু। এ মাঠে দুই ডিসিপ্লিন চললে পিচ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এক মাঠে দুই খেলা চালানো কঠিন। এ কারণে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে মিরপুরে এসেছি। সহসাই ফতুল্লায় ক্রিকেট ম্যাচ আয়োজনের চিন্তা রয়েছে। মাঠ সংকট সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ৫টি মাঠ হলে আমি ফুটবলের যাবতীয় কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারব। শোনেছি ২০১৬ সালের পর থেকে ফতুল্লা স্টেডিয়ামে কোনো খেলা হচ্ছে না। মাঠটি পড়ে আছে বিধায় চেয়েছি। মিরপুর মাঠতো চায়নি। বাফুফে সভাপতি আরো জানান, ফোন করেছি, চিঠি দিয়েছি। এ পর্যন্ত কোনো উত্তর পাইনি। বিসিবির কর্মকর্তারা জানিয়েছে তাদের নিজেদেরই মাঠ সংকট রয়েছে। এ প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেন, চাহিদার শেষ নেই। যার কাছে ১ হাজার কোটি টাকা আছে তারও টাকার প্রয়োজন। যার কাছে ১ হাজার টাকা আছে তারও টাকার দরকার। ফতুল্লা মাঠটি খালি পড়ে আছে বলেই চেয়েছি। অন্য কোনো কারণে নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App