×

খেলা

পৃথিবীর প্রাচীনতম স্টেডিয়াম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০১:০৭ এএম

পৃথিবীর প্রাচীনতম স্টেডিয়াম

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম স্টেডিয়াম হলো গ্রিসের অলিম্পিয়া শহরের স্টেডিয়াম। এটিতে প্রাচীন অলিম্পিকের প্রতিযোগিতা হতো। যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৭৭৬ বছর আগে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় বলে ধারণা করা হয়। এটি প্রাচীন জিউস মন্দিরের পূর্ব পাশে অবস্থিত। যদিও এটি অনেক প্রাচীন স্টেডিয়াম কিন্তু এখনো স্টেডিয়ামটি ভালো অবস্থানেই আছে। বিশ্বের অনেক মানুষ এই স্টেডিয়ামটি দেখতে যান। স্টেডিয়ামটির পরিধি হলো ২১২ মিটার। আর পাশে এটি ৩০-৩৫ মিটার। আর এই জায়গাটি মূলত ব্যবহার করা হতো দৌড় প্রতিযোগিতার জন্য। এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমেই পাওয়া যেতো তৎকালীন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মানবকে। এই ট্র্যাকটি তৈরি করা হয়েছিল শক্ত মাটি দিয়ে যেন দৌড়বিদরা পড়ে না যান এবং ঠিকমতো দৌড়াতে পারেন। আর এই ট্র্যাকটির একপাশে ছিল সাদা ইটের দাগ। এই দাগটির ওপর সোজা হয়ে দাঁড়িয়ে দৌড়বিদরা দৌড় শুরু করতেন। স্টেডিয়ামটিতে যেন দর্শকরা দৌড় দেখতে পারেন এজন্য ছিল গ্যালারিও। এই গ্যালারিতে প্রবেশের জন্য একটি টানেলের মতো জায়গা রয়েছে। এই টানেলটি এখনো দাঁড়িয়ে আছে সগৌরবে। তাছাড়া পাথরের তৈরি একটি প্লাটফর্মও রয়েছে ট্র্যাকের খুব কাছে। এই প্লাটফর্মটিতে বসতেন বিচারকরা। আর তারা তাদের তীক্ষè নজর রাখতেন অ্যাথলেটদের ওপর। এদিকে এখনো খেলা চলছে এমন পুরনো স্টেডিয়ামের একটি হলো ইংল্যান্ডের ব্রামাল লেন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতে এখনো জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়ে থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দল শেফিল্ড ইউনাইটেড এটিকে এখনো তাদের হোম গ্রাউন্ড হিসেবে বলে। বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশেরই রয়েছে চোখ ধাঁধানো সব স্টেডিয়াম। দেশগুলো বড় ও সুন্দর স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। বার্সেলোনার ক্যাম্প ন্যু, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের বড় স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব দিনে দিনে উন্নত হচ্ছে। ::  মোহাম্মদ তানভীরুল ইসলাম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App