×

খেলা

এসডি এইবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০১:০০ এএম

এসডি এইবার

কাগজ ডেস্ক : সোসিয়েদাদ দিপোরতিভো এইবার স্পেনের এইবার শহরের একটি পেশাদার ফুটবল ক্লাব। যা বিশ্বব্যাপী এসডি এইবার নামে পরিচিত। তারা স্পেনের সর্বোচ্চ ফুটবল লিগ লা লিগায় খেলে থাকে। এসডি এইবার প্রতিষ্ঠিত হয় ১৯৪০ সালে। আর তারা লা লিগায় প্রথমবারের মতো খেলার সুযোগ পায় ২০১৪ সালে। অপরদিকে মোট ২৬ মৌসুম তার সেগুন্দা ডিভিশনে খেলেছে। বাকি সময় নিচের সারির লিগগুলোতেই কেটেছে তাদের সময়। এইবার শহরের একমাত্র পেশাদার ফুটবল ক্লাব হলো সোসিয়েদাদ দিপোরতিভো এইবার। লা লিগায় এখনো একবারের জন্যও কোনো শিরোপা জেতা হয়নি তাদের। এসডি এইবার জার্সি অনেকটা বার্সেলোনার জার্সির মতো। এসডি এইবারের একটি বিশেষত্ব হচ্ছে এটির মালিক হলেন ক্লাবটির সমর্থকরা। ৪৮টি দেশের মোট ৮ হাজার মানুষ ক্লাবটির মালিক। ২০১৮ সালে লা লিগায় খেলার সুযোগ পায় হুয়েসকা। আর হুয়েসকা লা লিগায় আসার আগে স্পেনের সর্বোচ্চ লিগে খেলা সবচেয়ে ছোট ক্লাব ছিল। এসডি এইবার তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে ইপুরুয়া ফুটবল জেলাইয়া নামক একটি স্টেডিয়ামকে। এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টেডিয়ামে মাত্র ৮ হাজার লোক একসঙ্গে খেলা দেখতে পারে। আর এর মাধ্যমে লা লিগায় খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট স্টেডিয়ামটির মালিক হলো এসডি এইবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App