ইউপি নির্বাচন পর্যবেক্ষণ: ১২ মার্চের মধ্যে আবেদন

আগের সংবাদ

এলপিজি মাদার টার্মিনাল নির্মাণে শিগগিরই সমঝোতা স্বাক্ষর

পরের সংবাদ

মওদুদের শারীরিক অবস্থার অবনতি

প্রকাশিত: মার্চ ৯, ২০২১ , ৬:১৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ৯, ২০২১ , ৬:৩৭ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মওদুদের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল কবির জানান, মওদুদ আহমদের ফুসফুসে পানি জমেছে, তার অবস্থার এখন অবনতি হয়েছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ মওদুদ আহমদ। উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

এর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ২৯ ডিসেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ১৩ জানুয়ারি সিসইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। আবার অবস্থার অবনতি হলে ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মওদুদের অবস্থার আরও অবনতি হলে গত ১ ফেব্রুয়ারি এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে মওদুদের সঙ্গে তার স্ত্রী রয়েছেন।

আরআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়