×

আন্তর্জাতিক

৭ মার্চের ভাষণের সফলতাই স্বাধীন বাংলাদেশ: রাবাব ফাতিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১০:২৮ পিএম

৭ মার্চের ভাষণের সফলতাই স্বাধীন বাংলাদেশ: রাবাব ফাতিমা
"৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সফলতাই স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ" বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রোববার নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের আরোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় ১৯৭১ সালে জাতির পিতার দেয়া ৭ই মার্চের ভাষণ একটি জাতিকে কিভাবে বজ্রকঠিন ঐক্যের পতাকাতলে সমবেত করে সশস্ত্র মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে উজ্জ্বীবিত করেছিল সেই প্রেক্ষাপটও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, “এটি কোনো পূর্বলিখিত ভাষণ ছিল না। এটি ছিল ঐ সময়ের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর হৃদয় উৎসারিত তাৎক্ষণিক প্রতিক্রিয়া"। তাই "৭ই মার্চের ভাষণ যাতে সর্বদা দীপ্যমান থাকে সেজন্য নতুন প্রজন্মকে ভাষণটি বার বার শোনানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ অর্জন করেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। নিজ নিজ অবস্থান থেকে সকল প্রবাসী বাংলাদেশীদেরকে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান। উর্রেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে রোববার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয় অনুষ্ঠানটিতে।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App