×

জাতীয়

সারাদেশে নার্সেস সংগ্রাম পরিষদ অবস্থান কর্মসূচি পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৯:৪০ পিএম

সারাদেশে নার্সেস সংগ্রাম পরিষদ অবস্থান কর্মসূচি পালিত
তিন দফা দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সেস সংগ্রাম পরিষদ। আর স্মারকলিপি দিয়েছে স্টুডেন্টস নার্সেস এসোসিয়েশন।‌ সোমবার (৮ মার্চ) দেশের সকল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সেস সংগ্রাম পরিষদের ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে আন্দোলনরত নার্স’রা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট দের নার্স হিসেবে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া বন্ধ করা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের সমমান না দেয়া এবং কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষার ব্যবস্থা করার দাবীতে নার্সেস সংগ্রাম পরিষদের ব্যানারে আজ এই অবস্থান কর্মসূচি পালিত হয়েছে এবং স্টুডেন্টস নার্সেস এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনক্রমেই কারিগরি বোর্ড এর অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন প্রদান না করতে এবং জনস্বার্থ বিরোধী এহেন সিদ্ধান্ত উন্নত নার্সিং শিক্ষা ব্যবস্থা গঠনে জাতির জনকের স্বপ্ন ও পরিকল্পনার সাথে বিরুদ্ধাচরণের শামিল বলে নার্সেস সংগ্রাম পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App