×

খেলা

লর্ডসে নাও হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১২:৩৪ পিএম

লর্ডসে নাও হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ফাইল ছবি

লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন প্রথমবারের মতো এই ঐতিহাসিক ফাইনাল হওয়ার কথা রয়েছে। কেন উইলিয়ামসন বনাম বিরাট কোহলির লড়াই দেখার জন্য তাকিয়ে আছে বিশ্বের নানা প্রান্তের অসংখ্য দর্শক। খবর: জি নিউজের।

এরইমধ্যে ব্রিটেনে করোনার দ্বিতীয় প্রজাতি দাপট দেখাতে শুরু করেছে। আইসিসি সূত্র বলছে, লর্ডসে ফাইনাল করা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে এই নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত যাবতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তবে বিকল্প হিসেবে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বা ম্যানচেস্টারকে বেছে নেওয়া হতে পারে। মূলত লন্ডনে করোনার প্রকোপ বেশি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগস্টে ভারতের ইংল্যান্ড সফরও রয়েছে। ইংল্যান্ডের সঙ্গে ভারত ৫টি টেস্ট খেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App