×

আন্তর্জাতিক

রাজপ্রাসাদে আত্মহত্যার কথাও ভাবতেন মেগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৯:০৯ পিএম

রাজপ্রাসাদে আত্মহত্যার কথাও ভাবতেন মেগান

যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা অপরাহ উইনফ্রের এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল।

রাজপ্রাসাদে আত্মহত্যার কথাও ভাবতেন মেগান

২০১৮ সালে এই যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন হ্যারি ও মেগান

রাজপ্রাসাদে আত্মহত্যার কথাও ভাবতেন মেগান

যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা অপরাহ উইনফ্রের এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল।

রাজপ্রাসাদে আত্মহত্যার কথাও ভাবতেন মেগান

প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে মেগান মার্কেল বলেন, ‘ সন্তান আর্চি জন্ম নেওয়ার আগেই তার গায়ের রং ঠিক কতোটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। আর তাদের এই ‘দুঃশ্চিন্তাই’ স্পষ্ট করে দেয় যে, তার ছেলেকে কেন প্রিন্স উপাধি দেওয়া হয়নি।’ মেগানের মা কৃষ্ণাঙ্গ এবং বাবা ছিলেন শেতাঙ্গ। ২০১৮ সালে ব্রিটিশ রাজপরিবারে বিয়ের আগপর্যন্ত তিনি খুবই সাধারণ এবং সাদাসিধে মানুষ ছিলেন জানিয়ে মেগান বলেন, বিয়ের পর (রাজপরিবারের) কারও কাছ থেকে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা না পেয়ে নিজের ক্ষতি করার, এমনকি আত্মহত্যা করার কথাও চিন্তা করতে শুরু করেন তিনি। স্থানীয় সময় রোববার (৭ মার্চ) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-এ তার এই সাক্ষাৎকার প্রচার করা হয়।

[caption id="attachment_269872" align="aligncenter" width="818"] যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা অপরাহ উইনফ্রের এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল।[/caption]

সাক্ষাৎকারে মেগান বলেন, ‘(আমার গর্ভে সন্তান আসার পর) তারা কেউই তাকে প্রিন্স বা প্রিন্সেস হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছিলেন না। এমনকি ছেলে হবে না মেয়ে; রাজপরিবারের কেউ এটাও জানতেন না। অর্থাৎ এটা প্রটোকলের বাইরে এবং বুঝতে পারি- জন্মের পর আমার সন্তান (প্রটোকল অনুযায়ী) নিরাপত্তা পেতে যাচ্ছে না।’

[caption id="attachment_269875" align="aligncenter" width="850"]
২০১৮ সালে এই যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন হ্যারি ও মেগান[/caption]

‘আমার প্রেগন্যান্সির সবগুলো মাসজুড়ে এই একই পরিস্থিতি চলছিল। অনাগত সন্তানের বিষয়ে ভেতরে ভেতরে কী কী কথাবার্তা চলছে সেগুলোও আমরা শুনতে পারছিলাম- ‘তাকে কোনো নিরাপত্তা দেওয়া হবে না, রাজপুত্র বা রাজকুমারী উপাধিও দেওয়া হবে না’। এমনকি আমার সন্তানের গায়ের রং ঠিক কতোটা কালো হবে- সে বিষয়েও আমাদের পেছনে তাদেরকে আলোচনা করতে শুনতে পেতাম।’ অবশ্য এধরনের কথাবার্তা কারা বলেছে বা সন্তানের গায়ের রং নিয়ে উদ্বেগ কারা প্রকাশ করেছে- সে বিষয়টি প্রকাশ করতে অস্বীকৃতি জানান মেগান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App