×

আন্তর্জাতিক

মিয়ানমারকে সামরিক সহযোগিতা স্থগিত অস্ট্রেলিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৪:৫০ পিএম

জান্তা বিরোধী বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির ঘটনার মধ্যে অস্ট্রেলিয়া মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মিয়ানমারে গত মাসের সেনা অভ্যুত্থানের ঘটনায় বড় ধরনের বিক্ষোভের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে দেশটির সামরিক বাহিনী। আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শন এবং বেসামরিক নাগরিকদের প্রতি সহিংস আচরণ থেকে বিরত থাকার দৃঢ় আহ্বান জানাচ্ছি। অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা কেবল রোহিঙ্গাসহ জাতিগত সংখ্যালঘুদের দেওয়া হবে। এ ক্ষেত্রে মিয়ানমার সরকারকে সম্পৃক্ত করা হবে না।

গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু কি ও তার দল এনএলডি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সু কিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি ও সেনাশাসনের অবসান ঘটিয়ে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে লাগাতার আন্দোল চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App