×

খেলা

মায়ের কল্যাণে মুক্তি মিলছে শাহাদাতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৭:৫০ পিএম

মায়ের কল্যাণে মুক্তি মিলছে শাহাদাতের

ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব/ফাইল ছবি

নিষেধাজ্ঞায় থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাতের আবেদনের প্রেক্ষিতে তার সাজা মওকুফের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মায়ের চিকিৎসার জন্য আবারো ক্রিকেটে ফিরতে বিসিবির কাছে আবেদন করেছিলেন শাহাদাত।

সোমবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘রাজীব লিখিতভাবে আমাদের কাছে একটি আবেদন করেছে। যেহেতু তার মায়ের ক্যান্সার, বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। ইতোমধ্যে আমি আরেক বোর্ড পরিচালক ও বোর্ডের অর্থনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’

আকরাম খান আরও জানান, ‘রাজীবের সাজা মওকুফের বিষয়টি ইতোমধ্যে বিসিবির শৃঙখলা কমিটিকে জানিয়েছি। তার সবুজ সংকেত পেলেই রাজীবকে ক্রিকেট খেলার অনুমোদন দিব।’

২০১৯ সালে খুলনায় জাতীয় ক্রিকেট লিগ চলাকালীন সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে মারধর করেন রাজীব। এই অপরাধে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। গত ১৫ মাস ক্রিকেটের বাইরে থাকায় আর্থিকভাবে টানাপোড়নে পড়েছেন এই পেসার। তার মায়ের ক্যান্সার তৃতীয় স্টেজের চিকিৎসা চলছে। এই চিকিৎসার খরচ বহন করা কষ্ট হয়ে পড়েছে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো এই পেসারের। এজন্য মানবিক দিকটি আমলে নিয়ে তাকে মুক্তি দেওয়ার ভাবনা বিসিবির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App