×

জাতীয়

দুদক এখন আর নখ দন্তহীন নেই: বিদায়ী চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১১:৫৩ এএম

দুদক এখন আর নখ দন্তহীন নেই, আইনিভাবে দুদক একটি শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা সমাজে দুর্নীতিবিরোধী একটা বার্তা দিতে পেরেছি যে আইনের ঊর্ধ্বে কেউ নেই। দুদকের বারান্দায় অনেক ক্ষমতাবান ব্যক্তিকেও আসতে হয়েছে।

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোন ক্ষেত্রে কখনো আপোস করিনি। সোমবার দুনীর্তি দমন কমিশনের প্রধান কার্যালয়ের কনফারেন্স লাউঞ্জে বিদায়ী সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, গত পাঁচ বছরে আমরা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারিনি। এক কমিশনের পক্ষে শতভাগ সাফল্য অর্জন সম্ভব নয়। আগামীতে যারা আসবেন, তারা আরো কাজ করে শতভাগ সফল হবে বলে আশা করি। তবে আমরা মামলার সফলতার হার বাড়িয়েছি।

গত বছর আমাদের মামলায় সফলতার হার ৭৭ শতাংশ। এর আগে এই মামলার সফলতা ছিলো ৫০ শতাংশ। এটি দিনে দিনে বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App