বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। সোমবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে মাহবুব হোসেনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পুনরায় চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিসিএস (পুলিশ) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা-এসবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।