×

পুরনো খবর

ভারতে পালানো পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে চিঠি মিয়ানমারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০১:১১ পিএম

সামরিক বাহিনীর আদেশ অমান্য করে ভারত পালিয়ে যাওয়া পুলিশদের ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে মিয়ানমারের সরকার।

জানা যায়, সম্প্রতি ওই পুলিশ কর্মকর্তা তাদের পরিবার নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের কর্তৃপক্ষ চিঠিতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে কর্মকর্তাদের ফেরত পাঠাতে বলেছে।

গত মাসে মিয়ানমারে এই সামরিক অভ্যুথান শুরু হয়। সহিংস বিক্ষোভ এবং ধর্মঘট চলছে। দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে যাওয়ার পর এ পর্যন্ত ৫৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

গতকাল সামরিক জান্তার আদেশ অমান্য করে দেশব্যাপী বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। ইয়াঙ্গনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে। তবে, নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App