×

বিনোদন

জয়ার বাগানে হেসেছে 'নীলমণি'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:৫৮ পিএম

জয়ার বাগানে হেসেছে 'নীলমণি'
জয়ার বাগানে হেসেছে 'নীলমণি'
বাগান করতে ভালোবাসেন অভিনেত্রী জয়া আহসান। তার ইস্কাটনের বাসার ছাদ ও ব্যালকনির বাগানে কী নেই! চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ সবই আছে। আরো আছে, বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছ। তবে এই বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে তার নীলমণি লতা। আর এ কথা সামাজিক যোগাযোগের মাধ্যম শেয়ার করেছেন জয়া আহসান নিজেই। আজ রবিবার জয়া তার নীলমণির একটি ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন- অতঃপর বেলাশেষে ফুলগুলো সব ফুটল হেসে...আমাদের ছাদবাগানের নীলমণি...। প্রসঙ্গত, নীলমণি লতা নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। এটি কবিগুরুর পছন্দের একটি ফুল। বেগুনি রঙের এই নীলমণি খুব আকর্ষণীয় একটি ফুল। লতানো গাছ। ওপরের দিকটা ঝাঁকড়া। পাতা নেই বললেই চলে। সবুজ পাতার ফাঁকে ছোট ছোট ফুলগুলো যেন এক এক টুকরো হাসি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App