×

জাতীয়

কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বিদেশিসহ গ্রেপ্তার ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০১:২১ পিএম

কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বিদেশিসহ গ্রেপ্তার ৭
বিদেশি নাম্বারে ওয়াটসআপ খুলে ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- নাইজেরিয়ার নাগরিক জন জোসেফ ও ইমেকা ইউরিক, লতা আক্তার, আয়েসা আক্তার, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম ও আলআমিন। শনিবার (৬ মার্চ) খিলক্ষেতের বোর্ডঘাট এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত পুরুষ আসামিদের ৫ দিন এবং নারীদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ ভোরের কাগজ লাইভকে বলেন, গত ৫ মার্চ বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার (নম্বর-৮) তদন্তে নেমে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিদেশি নাম্বারে ওয়াটসআপ খুলে নিজেদোর বিদেশি নাগরিক পরিচয় দিতো। পরে বিপুল টাকা মূল্যের পুরস্কার ও অনুদান পাঠানোর নামে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। তাদের কাছ থেকে ১৪টি মোবাইল, ২০টি সিম কার্ড, ৯৯ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ৮টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App