নুড়ি কুড়িয়ে তৈরি প্রাসাদ!

আগের সংবাদ

করোনা সহায়তায় মার্কিন সিনেটে ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের বিল পাস

পরের সংবাদ

মুম্বাইয়ে জন-দিশার শুটিং বন্ধ করল পুলিশ

প্রকাশিত: মার্চ ৭, ২০২১ , ১২:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ৭, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ

করোনা বিধি না মানার অভিযোগে জন আব্রাহাম ও দিশা পাটানি অভিনিত ‘এক ভিলেন রিটার্নস’ ছবির শুটিং বন্ধ করে দিয়েছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে মুম্বাইয়ের ওরলিতে ছবিটির শুটিং চলছিল। সাইকোলজিক্যাল থ্রিলার ‘এক ভিলেন’ ছবির সিক্যুয়েল এই ছবির দ্বিতীয় ভাগে জন-দিশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। ছবির মুক্তি আগামী বছরের ফেব্রুয়ারিতে।

পুলিশের অভিযোগ, কোনওরকম শারীরিক দুরত্ব মানা হয়নি শুটিং চলাকালীন। ফলে করোনা সংক্রমণ আটকাতেই শুটিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

২০১৪-তে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবির সিক্যুয়েল এই ছবি। মোহিত সুরি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা। বক্স অফিসে এই ছবি ব্যাপক সাফল্য পায়। ছবির জনপ্রিয়তা দেখেই সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক মোহিত।

 

ডিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়