×

তথ্যপ্রযুক্তি

ফুড ডেলিভারি স্টার্টআপ হাংরিনাকি কিনে নিল দারাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:৫৮ এএম

ফুড ডেলিভারি স্টার্টআপ হাংরিনাকি কিনে নিল দারাজ
জনপ্রিয় ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকি অধিগ্রহণ করল আলীবাবা গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান ও দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। রাজধানীর বিআইসিসিতে দারাজ ও হাংরিনাকির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ অধিগ্রহণের ব্যাপারে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং হাংরিনাকি’র প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এডি আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাংরিনাকি’র অধিকাংশ স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দারাজ অধিগ্রহণ করেছে। তবে এর কারণে হাংরিনাকি’র বর্তমান ব্যবসায়িক কার্যাবলীতে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ হাংরিনাকি’র সব কর্মচারি ভবিষ্যতেও যথানিয়মে কাজ করে যাবেন। দারাজের পরিচালনায় পৃথক ও স্বতন্ত্র ফুড প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে হাংরিনাকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App