খুলনায় দেড় লাখ শিশুর কন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

আগের সংবাদ

বাংলাদেশি পণ্যের সঠিক প্রদর্শন করতে হবে: শিল্পমন্ত্রী

পরের সংবাদ

জীবনে প্রথমবার কাকে ভোট দিলেন মেসি

প্রকাশিত: মার্চ ৭, ২০২১ , ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ৭, ২০২১ , ৭:৩৫ অপরাহ্ণ

নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বার্সেলোনায়। রবিবার (৭ মার্চ) এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এই সভাপতি নির্বাচনে ভোট দিয়েছেন ক্লাবটির ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি।

জানা যায়, আর্জেন্টাইন জাদুকর মেসি ২০০৪ সাল থেকে বার্সার মূল দলে খেললেও এর আগে কখনো সভাপতি নির্বাচনে ভোট দেননি তিনি। মানে তিনি খেলোয়াড় হিসেবে বার্সায় এই প্রথমবার ভোট দিলেন। ভোট কেন্দ্রে নিজের বড় ছেলে থিয়াগোকে সঙ্গে করে নিয়ে আসেন মেসি। আর ভোট দেয়ার পর তিনি চলে যান স্টেডিয়ামে। তিন সভাপতি পদপ্রার্থী জোয়ান লাপোর্তা, ভিক্টর ফন্ট ও টনি ফ্রেইক্সের মধ্যে মেসি কাকে ভোট দিয়েছেন তা নিয়ে চার দিকে নানা জল্পনা কল্পনা চলছে। ৪১তম এই নির্বাচনে ২ হাজার ২৫৭ জন সদস্যের ভোট দেয়ার কথা রয়েছে।

মেসির মতো এদিন খেলোয়াড়দের মধ্যে আরো ভোট দিয়েছেন সার্জিও বাসকুয়েটস, রিকি পুইগ, সার্জিও রবার্তো ও জর্দি আলবার মতো বড় তারকারাও। এছাড়া ক্লাবের বড় সদস্যরাও ভোট দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক সভাপতি সান্দ্রো রোসেল ও সাবেক অধিনায়ক আর্তুর মাস।

এফবি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়