যুক্তরাষ্ট্রের সিনেটে করোনা সহায়তায় ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের বিল পাস হয়েছে। শনিবার (৬ মার্চ) এই বিলের অনুমোদন পাওয়া যায়। পদক্ষেপটি গ্রহণ করার পর এর পক্ষে ৫০ ভোট ও বিপক্ষে ৪৯টি পড়েছে। পরে বিলটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। সেখানেই আইনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে। খবর এএফপির।
বাইডেন বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় একটি পদক্ষেপ নিয়েছি। আমরা এই কাজটি বাস্তবায়ন করবো যদিও কাজটি খুব সহজ না। আমরা আমাদের সহযোগিতার হাত জায়গামতো পৌঁছে দিব।
সিনেটের নেতা চাক শুমার বলেন, যেটা কয়েক দশকে সরকার করতে পারেনি, এই বিল তার চেয়ে বেশি ফলপ্রসূ হবে।
তিনি আরও বলেন, এটি অনেক মানুষের কাছে সহায়তার হাত বাড়াতে সক্ষম হবে।
নিউজ গার্ড পত্রিকার সম্পাদক জেমস ওয়ারেন বলেন, এই সহযোগিতা বাইডেনের খ্যাতি অর্জনে সহযোগিতা করবে। এটি অনেক বড় অ্যামাউন্টের ত্রান।
সারারাত ধরে অধিবেশন চলে। সিনেটের সংখ্যালঘু রিপাবলিকানরা প্রায় তিন ডজন সংশোধনী প্রস্তাব করে বিল পাসে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, এতে অধিবেশন লম্বা হলেও তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
এটাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মহান পদক্ষেপ বলা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।