×

শিক্ষা

নিষিদ্ধ হিযবুত তাহরির সদস্য সন্দেহে জবির ২ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৬:৫৬ পিএম

রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সদস্য সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। গ্রেপ্তার আতিকুর রহমান ও মাকসুদুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং এস এম সজিব সরকারি সোহারাওয়ার্দী কলেজের ছাত্র। জানা যায়, বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সূত্রাপুরের সুভাষ বোস এভিনিউয়ের ডিআইটি মার্কেট এলাকায় হিজবুত তাহরির নিয়ে আলোচনা করছিল গ্রেপ্তার তিন ছাত্র। এসময় স্থানীয় কবি নজরুল কলেজের কয়েকজন ছাত্র তাদেরকে হিজবুত তাহরির সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তারা এর সাথে জড়িত নয় শুধু একাডেমিক আলোচনা করছিল বলে এসময় গ্রেপ্তার তিনজন দাবি করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজনের হেফাজত থেকে সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা ৫টি বই, ১১ পাতার মাসিক রিপোর্ট ১টি, ২০১৯-২০ সালের ২৪ পাতার বার্ষিক রিপোর্ট ১টি, ৪৫ পাতার স্পাইরাল বাইন্ডিং করা ১টি বই ও ১টি ম্যাক্সপ্রো লেখা সাদা প্যাড উদ্ধার করা হয়। সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমান জানান, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত 'হিযবুত তাহরির' সংগঠনের সমর্থক। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা রুজু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App