×

পুরনো খবর

থিয়েটারে এগিয়ে চলেছে নারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ১২:৪৯ এএম

থিয়েটারে এগিয়ে চলেছে নারী

দেশের থিয়েটার চর্চায় নারীর অংশগ্রহণ কম থাকলেও কোনো জায়গায় তারা নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যেমন একক অভিনয়ের নাটকে সবচেয়ে এগিয়ে রয়েছেন নারী অভিনয়শিল্পীরা। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সব মিলিয়ে ২৫টি একক অভিনীত নাটক মঞ্চে এসেছে, যার মধ্যে ২০টি নারীশিল্পী অভিনীত নাটক। বাংলাদেশের থিয়েটার চর্চায় নারীর অংশ গ্রহণ কম। কোনো কোনো নাট্যদলে ৫০ জনেরও বেশি পুরুষ সদস্য থাকলেও সেখানে নারী সদস্য আছেন ৬-৭ জন। নাট্যচর্চার ইতিহাস বলে শুরু থেকেই নারীর সংকটে ভুগছে নাট্যদলগুলো। কিন্তু যে অল্পসংখ্যক নারী মঞ্চে যুক্ত হয়ে কাজ করছেন তারা যে দক্ষতায় অন্যদের চাইতে এগিয়ে সেটা প্রমাণ হয় একক অভিনীত নাটকের দিকে তাকালে। ১৯৮৯ সালে প্রথম একক অভিনীত নাটক মঞ্চায়িত হয় আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘কোকিলারা’। দুই ঘণ্টা ব্যাপ্তির এই নাটকটিতে একক অভিনয় করেন ফেরদৌসী মজুমদার। ‘কোকিলারা’র মধ্য দিয়ে সূচনা হয় বাংলাদেশের নাট্যমঞ্চে নারী অভিনেত্রীদের একক অভিনীত নাটক। রোকেয়া রফিক বেবী এবং জ্যোতি সিনহা অভিনয় করেছেন দুটি করে একক নাটকে। বেবী অভিনীত একক নাটকের মধ্যে রয়েছে ‘গোলাপজান’ ও ‘রিকুয়েস্ট কনসার্ট’। জ্যোতি সিনহা অভিনীত একক নাটকের মধ্যে রয়েছে ‘কহে বীরাঙ্গনা’ ও ‘হ্যাপি ডেইজ’। এছাড়া নারী অভিনেত্রীদের একক নাটকের মধ্যে রয়েছেÑ শিমূল ইউসুফের ‘বিনোদিনী’, লাকী ইনামের ‘আমি বীরাঙ্গনা বলছি’, মুনিরা ইউসুফ মেমীর ‘ফুলরানী আমি টিয়া’, ফেরদৌসী আবেদিনের ‘স্ত্রীর পত্র’, মোমেনা চৌধুরীর ‘লাল জমিন’, নাজনীন হাসান চুমকীর ‘সীতার অগ্নিপরীক্ষা’, সামিউন জাহান দোলার ‘নভেরা’, শামছি আরা সায়েকার ‘গহনযাত্রা’, রোজী সিদ্দিকীর ‘পঞ্চনারী আখ্যান’, জুয়েনা শবনমের ‘হেলেন কেলার’, রওশন জাহান রুশনীর ‘বীরাঙ্গনার বয়ান’, দীপ্তা রক্ষিত অভিনীত ‘আমার আমি’, তনিমা হামিদ অভিনীত ‘একা এক নারী’, শামীমা আক্তার মুক্তা অভিনীত ‘পুতুলটিকে দেখে রেখো’, লাবণী আক্তার অভিনীত ‘বেহুলা আমি এবং সতীত্ব’। যার মধ্যে মোমেনা চৌধুরী অভিনীত ‘লাল জমিন’ নাটকটির ২৫০টির বেশি প্রদর্শনী হয়েছে। এটিই বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত একক নাটক। অন্যদিকে পুরুষ অভিনেতাদের একক নাটকের মধ্যে রয়েছে মামুনুর রশীদ অভিনীত ‘দ্য ডিসটেন্ট নিয়ার’, খন্দকার শাহ আলম অভিনীত ‘আমি’ এবং রফিক নটবর অভিনীত ‘আমি রফিক বলছি’, সাদ্দাম রহমান অভিনীত ‘হিমুর কল্পিত ডায়েরি’। একক নাটকের অনুপ্রেরণায় দলগুলোতে নারী শিল্পীদের সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা দেশের নাট্য সংশ্লিষ্টদের। তবে থিয়েটার সম্মিলিত শক্তিতেই এগিয়ে চলে। ফলে সবার সম্মিলিত অংশগ্রহণে নাট্যাঙ্গন মুখরিত থাকে সব সময়। তবে নাটচর্চার এগিয়ে চলার ইতিহাসে নারীর অংশগ্রহণ দেশের নাট্য আন্দোলনকে সমৃদ্ধ করে চলেছে। এদিকে করোনার লকডাউনের পর নতুন আঙ্গিকে শুরু হয়েছে দেশের নাট্যচর্চা। একাধিক একক অভিনীত নাটক মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। :: হেমন্ত প্রাচ্য

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App