×

সারাদেশ

গাজীপুরে রাসায়নিক গুদামে আগুন, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৪:৩৩ পিএম

গাজীপুরে রাসায়নিক গুদামে আগুন, নিহত ১

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে, একটি রাসায়নিক কারখানার গুদামে আগুন লেগে মো. মাসুম সিকদার (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক মো. ইমতিয়াজ মাহফুজ জানান, শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকার ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় ঘটনাটি ঘটে। নিহত মো. মাসুম সিকদার  ঢাকার দোহারের কুশনহাটি এলাকার সূর্য সিকদারের ছেলে । তবে, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক ইমতিয়াজ বলেন, সকাল ১০টার দিকে রাসায়নিক গুদামে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন আহত এবং অসুস্থ্ হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঢাকা, ময়মনসিংহ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হওয়ার খবরের সাথে সাথে একজন মারা গেছেন বলে শুনেছেন। আহতদের মধ্যে ওই কারখানার ২৩ জন শ্রমিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তাদের তালিকা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া থেকেও অগ্নিকাণ্ডের ওই ঘটনাটি ঘটে থাকতে পারে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, আহতেদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের শরীরে আগুনে পোড়ে যাওয়ার মতো কোন ক্ষত দেখা যায়নি। দুই একজনের শরীরে ছোট খাট আঘাতের চিহ্ন থাকলে মারাত্মক কিছু দেখা যায়নি। গ্যাসের তীব্রতায় অনেকের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App