আগামী ১৫ মে’র মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন নীতিতে সম্মতি না জানালে ব্যাবহারকারীদের অ্যাকাউন্টটি অকেজো হয়ে যাবে। এমনকি ১২০ দিন পর সেই অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে।
হোয়াটসঅ্যাপের নতুন নীতিতে সম্মতি জানানোর জন্য অ্যাকসেপ্ট বাটন রয়েছে তাতে ‘ক্লিক’ না করলে ব্যবহারকারীরা কয়েকদিন হোয়াটসঅ্যাপ কল ও নোটিফিকেশন পাবেন। তবে কোনো মেসেজ পড়তে ও পাঠাতে পারবেন না।
জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার নতুন নীতি কার্যকর করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেই নীতিতে সম্মতি জানানোর জন্য ব্যবহারকারীদের সময় ১৫ মে নির্ধারণ করা হয়েছে। আর এ জন্য নতুন করে কোনো সময় দেওয়া হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।