×

জাতীয়

টিকা গ্রহীতা ও নিবন্ধনে কিছুটা ভাটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৭:৫৭ পিএম

টিকা গ্রহীতা ও নিবন্ধনে কিছুটা ভাটা

ফাইল ছবি

দেশে গত ৭ ফেব্রুয়ারি করোনা প্রতিষেধক গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই সারাদেশে অনুষ্ঠিত হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন টিকা নেয়। তৃতীয় দিনই এ সংখ্যা লাখের ঘর ছাড়িয়ে যায়। ৯ ফেব্রুয়ারি ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নেয়। এরপর থেকে প্রতিদিনই লাখের ঘর ছাড়িয়েছে টিকা গ্রহীতার সংখ্যা।

দেশে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ টিকা দেয়া হয় ১৮ ফেব্রুয়ারি। ওই দিন মোট ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন করোনার টিকা নেন। এরপর টিকা গ্রহীতার সংখ্যা ও অনলাইনে টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনও বাড়তে থাকে। তবে টিকা দান কর্মসূচির চতুর্থ সপ্তাহে টিকা গ্রহীতা ও নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে।

গত ৯ ফেব্রুয়ারির পর সবচেয়ে কম টিকা নিয়েছেন শনিবার (৬ মার্চ)। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সারা দেশে টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন। এর মধ্যে ৬১ হাজার ৩৫৪ জন পুরুষ আর ৩৯ হাজার ৬২৯ জন নারী। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গেছে ১৮ জনের মধ্যে।

আর এ পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। এর মধ্যে ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন পুরুষ আর ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন নারী। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮২৫ জনের মধ্যে। শনিবার সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৯ লাখ ২ হাজার ৯৪৮ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App