×

বিনোদন

জয়ার অভিনয়ে আহমদ ছফার ‘অলাতচক্র’ মুক্তি ১৯ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০১:২১ পিএম

জয়ার অভিনয়ে আহমদ ছফার ‘অলাতচক্র’ মুক্তি ১৯ মার্চ

‘অলাতচক্র’ সিনেমার একটি দৃশ্যে জয়া আহসান

জয়ার অভিনয়ে আহমদ ছফার ‘অলাতচক্র’ মুক্তি ১৯ মার্চ

অলাতচক্রে জয়া

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে নির্মিত হয়েছে প্রথম থ্রিডি বাংলা সিনেমা ‘অলাতচক্র’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘অলাতচক্র’।

সম্প্রতি মুক্তি পাওয়া অলাতচক্রের টিজার নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে শেয়ার করেছেন জয়া। আহমদ ছফার কথা ধার করেই লিখেছেন, ''উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল।'' জয়া আরও লিখেছেন,''মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র অলাতচক্র।

অলাতচক্রে আহমেদ রুবেল ও জয়া আহসান ছাড়াও রয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আরও অনেকে। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। ছবিটির পরিচালক হাবিবুর রহমান। থ্রিডি চিত্রগ্রহণে ছিল মুম্বইয়ের বিখ্যাত 'স্কাই ওয়ার্ক স্টুডিও', যারা রজনীকান্ড, অক্ষয়কুমারের 'রোবট', '২.০'এর চিত্রগ্রহণ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App