×

আন্তর্জাতিক

মিয়ানমারের টাকা সরাচ্ছিল সামরিক জান্তা, আটকে দিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১২:৫০ পিএম

মিয়ানমারের টাকা সরাচ্ছিল সামরিক জান্তা, আটকে দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত রয়েছে মিয়ানমার সরকারের বিলিয়ন ডলার। বর্তমানে ক্ষমতায় থাকা সামরিক জান্তা সেখান থেকে এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তা আটকে দিয়েছ। এমনটাই জানিয়েছে রয়টার্স।

নিউ ইয়র্ক ফেড মিয়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি কর্মকর্তা।

জানা গেছে, মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি পাঠানো ওই তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়। এরপর মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখে।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। রয়টার্স জানিয়েছে, নিউ ইয়র্ক ফেড বা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মিয়ানমারের ওই অ্যাকাউন্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App