×

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন শিগগিরই: আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ০১:০০ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন শিগগিরই সংশোধন হবে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

পরে স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বাংলাদেশে অনেক কম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছি। তাই আপনারা সবাই করোনার টিকা গ্রহণ করুন।

আনিসুল হক আরও বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

করোনা পরিস্থিতির শুরুর প্রায় এক বছর পর আজ আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী আসন আখাউড়ায় আসলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App