×

খেলা

ছেলেকে নিয়ে রোনালদোর ভয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ০৫:৫১ পিএম

ছেলেকে নিয়ে রোনালদোর ভয়

ছেলের সঙ্গে রোনালদো

ছেলেকে নিয়ে রোনালদোর ভয়

রাশিয়ান বক্সার খাবিবের সঙ্গে রোনালদো

বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে একজন হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি একদম শূন্য থেকে আজকের এই পর্যায়ে এসেছেন। যে রোনালদোর কাছে এক জোড়া ফুটবল বুট ছিল স্বপ্নের মতো সেই রোনালদো ফুটবলারদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে বিলীয়নিয়ায়ের খাতাতে নাম লিখিয়েছেন। আর আজকের এই পর্যায়ে তাকে যে জিনিসটি নিয়ে এসেছে সেটি হলো সাফল্য পাওয়ার ক্ষুধা, বড় হওয়ার ক্ষুধা।

এখন রোনালদো স্বপ্ন দেখেন তার ছেলেও তার মতো সাফল্য পাবেন, সারা বিশ্বে তার জস খ্যাতি ছড়িয়ে পড়বে। কিন্তু রোনালদোর ভয় তার ছেলে তা পারবে না। কারণ তার মধ্যে বড় হওয়ার ক্ষুধাটাই কম। তিনি এমনটাই মনে করেন। রোনালদো তার কাছের বন্ধু রাশিয়ান বক্সার খাবিবের সঙ্গেই এমন আশঙ্কার কথা বলেছেন। খাবিব রাশিয়ান ইউটিউবার ক্রাসাভার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিষয়টি।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা অনেক সময় কথা বলি। প্রায় প্রতিদিনই কিন্তু যখন আমরা একে অপরের সঙ্গে দেখা করেছিলাম তখন আমরা কীভাবে আমাদের অনুপ্রেরণা পেয়েছিলাম সেটি নিয়ে কথাবার্তা বলেছিলাম। রোনালদো আমাকে বলেছিল সে চায় তার ছেলে তার মতো হোক। রোনালদো যখন শিশু ছিল তখন তার কাছে এক জোড়া বুট ছিল স্বপ্নের মতো। কিন্তু তার ছেলের সব কিছু রয়েছে। আর তার ভয় তার ছেলের তার মতো সাফল্য পাওয়ার সেই রকম ইচ্ছা বা ক্ষুধা অনুভব করবে না। মানুষ পরিচালিত হয় তার সেই ইচ্ছা অনুযায়ী। ইচ্ছা অনুযায়ী সাফল্য পাওয়ার আগ্রহ তৈরি হয়। আর যখন আপনার সবকিছু আছে। তখন অনুপ্রেরণা পাওয়ার বিষয়টি আসলে কঠিন।’

[caption id="attachment_269140" align="aligncenter" width="575"] রাশিয়ান বক্সার খাবিবের সঙ্গে রোনালদো[/caption]

তিনি আরো বলেন, ‘যখন সে আমাকে এটি বলে, আমি তাকে বলিনি যে আমি তার কথা শুনে অবাক হয়েছিলাম। কিন্তু তার কথা শুনে আমার ভালো লেগেছিল। আমি বুঝতে পেরেছিলাম সে এমন একজন মানুষ যে ২-৩টি সাফল্যে সন্তুষ্ট নয়।’

এদিকে এই সাক্ষাৎকারটি খাবিব আরো জানিয়েছেন যে, তিনি মনে করেন রোনালদো আরো কয়েক বছর খেলে যেতে পারবেন যদিও তার বয়স এখন ৩৬ হয়ে গেছে। খাবিব বলেন, ‘সে কয়েকদিন আগে তার ক্যারিয়ারে ৩০তম শিরোপা জয় করেছে। সে সর্বকালের সেরা খেলোয়াড়। আমি মনে করি, সে আরো ২-৩ মৌসুম খেলতে পারবে।’

রাশিয়ান বক্সার খাবিব নিজেও একজন চ্যাম্পিয়ন। তিনিও অনেকটা নিজের ইচ্ছা ও বাবার আগ্রহের কারণে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি বিশ্ব নাম কুড়িয়েছেন। তবে কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। আর তার বাবা মারা যাওয়ার পর বক্সিং রিংয়ে মাত্র একবারের জন্য নেমেছিলেন তিনি। সেই ম্যাচটিতে জয়ের পর তিনি জানিয়ে দেন তিনি আর বক্সিং রিংয়ে নামবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App