×

জাতীয়

এবার হবে না জয় বাংলা কনসার্ট: রাদওয়ান মুজিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১১:৫৪ এএম

এবার হবে না জয় বাংলা কনসার্ট: রাদওয়ান মুজিব

বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। ফাইল ছবি।

এবার হবে না জয় বাংলা কনসার্ট: রাদওয়ান মুজিব

করোনা মহামারির কারণে এবার ৭ মার্চ জয় বাংলা কনসার্টের আয়োজন করা না গেলেও আগামী বছর আরও বড় ও সরবভাবে এ কনসার্ট হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, এবার কনসার্ট হবে না, তবে আমরা আশা করছি ২০২২ সালে আবার ফিরে আসব যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে ও আরও সরবভাবে।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ‘জয় বাংলা কনসার্ট’ হয় প্রতিবছর। ২০১৫ সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট হয়ে আসছিল।

একাত্তরের যুদ্ধদিনের অনুপ্রেরণা জোগানো গানগুলো এ কনসার্টে ফিরিয়ে আনা হয় তরুণদের কণ্ঠে। প্রতিবছর কয়েক লাখ তরুণ অনলাইনে ও সরাসরি কনসার্ট উপভোগ করে।

২০২০ সালের কনসার্টে প্রথমবারের মতো চমক হয়ে আসেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App