পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা শুক্রবার (৫ মার্চ) প্রকাশ করবেন মমতা বন্দোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগে থেকেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলায় এবার লড়াই তাঁর এবং বিজেপির মধ্যে। তৃমমূলের হয়ে কোথা থেকে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাতে কিছু আসে যাবে না। বেশ কয়েকটি নির্বাচনী জনসভা থেকে তিনি ভোটারদের জানিয়ে দিয়েছেন, ২৯৪টি আসন থেকেই তিনিই প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা ধরে নিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাহলেই বাংলায় বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়া যাবে।
গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করা হলেও কোন দলই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। তৃণমূল ৫ তারিখ প্রার্থী তালিকা ঘোষণা করবে। অন্যদিকে, কালই বিজিপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।