×

আন্তর্জাতিক

১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল: রাহুল গান্ধী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১০:২০ এএম

১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল: রাহুল গান্ধী
ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালে দেশে যে জরুরি অবস্থা জারি করেছিল সেই সিদ্ধান্ত সম্পূ্র্ণ ভুল ছিল বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গণমাধ্যমে অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে এক সাক্ষাত্‍কারে এই আত্মসমলোচনা মূলক মন্তব্য করেন তিনি। এসময় তিনি জানান, ঠাকুমারও পড়ে মনে হয়েছিল জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত সঠিক হয়নি। এই মন্তব্য করার পাশাপাশি মোদীর প্রশাসনের কর্মকাণ্ডের নানা সমলোচনা করেন রাহুল। তিনি বলেন, সেই সময়ের সঙ্গে এখনকার পরিস্থিতি অনেকটা মিল রয়েছে। তবে পার্থক্য একটা রয়েছে। তা হল, সেই সময় জরুরি অবস্থা চলাকালীন কংগ্রেস দেশের প্রতিষ্ঠানগুলি দখল করেনি। বিজেপি সেটাই করছে। সেই সময় দেশের মৌলিক কাঠামো বদলে ফেলার চেষ্টা করা হয়নি। তাঁর কথায়, 'জরুরি অবস্থা ঘোষণা না হলেও, বিজেপি যা করছে, তার দরুণ আগামীদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে'। প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে জারি ছিল জরুরু অবস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App