×

জাতীয়

১১ এপ্রিল ১১ পৌরসভা ও ৩৭১ ইউপিতে ভোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৯:১৫ পিএম

আগামী ১১ এপ্রিল ১১টি পৌরসভা ও ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (৩ মার্চ) ইসির ৭৭তম কমিশন সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

তার দেয়া তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই মার্চ ১৯, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। ভোটগ্রহণ ১১ এপ্রিল।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে ভোট হবে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে।

এর মধ্যে ৩০ টিতে ইভিএম ব্যবহার করা হবে জানান তিনি। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যঅ ৫ হাজার ৪৭১ টি। ৫-৬ ধাপে এসব ইউপিতে ভোট করবে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App