×

জাতীয়

মাদক মামলার নথি গায়েব, পেশকার ও তার সহযোগী রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০১:০৯ এএম

মাদক মামলার নথি গায়েব, পেশকার ও তার সহযোগী রিমান্ডে

নথিপত্র/ফাইল ছবি

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে মাদক মামলার একটি নথি গায়েব হয়েছে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে নথি গায়েবের অভিযোগে দায়ের করা মামলায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. সামছুদ্দিন জুম্মন এবং তার সহযোগী সেলিম উদ্দিনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই আবু সাঈদ চৌধুরী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মাদক মামলার একটি নথি গায়েবের অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App