×

আন্তর্জাতিক

ব্রাজিলে একদিনে দেড় হাজারের বেশি মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১০:০৯ এএম

ব্রাজিলে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৩৬১ জন মানুষ করোন্য আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রথম থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করেছেন।

করোনার সংক্রমণ রুখতে গত সপ্তাহ থেকে ব্রাজিলের বিভিন্ন রাজ্যে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত জানুয়ারির মাঝামাঝি ব্রাজিলে টিকাকরণ শুরু হয়েছে। তবে বছরের শেষ নাগাদ পুরো জনগোষ্ঠীকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পারেনি ব্রাজিল সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App