×

আন্তর্জাতিক

নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৯:০১ এএম

ভারতের বিধানসভা নির্বাচনে গত ১৮ জানুয়ারি পশ্চিম বঙ্গের নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ইচ্ছা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর ইচ্ছা সেদিনই মেনে নিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এরই ধারাবাহিকতায় ১১ মার্চ বেলা ১২টায় হলদিয়ায় নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, প্রথম তিন দফার ভোটের জন্য দলের প্রার্থী তালিকা বুধবার প্রকাশ করবে তৃণমূল। তার মধ্যে দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মমতা। অপরদিরক সেখানে তৃণমূল নেত্রীকে ৫০ হাজার ভোটের হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু।        

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App