×

আন্তর্জাতিক

হংকংয়ে নিরাপত্তা আইনে ৪৭ গণতন্ত্রপন্থির বিরুদ্ধে অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১১:৫১ এএম

হংকংয়ে নিরাপত্তা আইনে ৪৭ গণতন্ত্রপন্থির বিরুদ্ধে অভিযোগ

ছবি: রয়টার্স

চীনের আরোপ করা বিতর্কিত নিরাপত্তা আইনে হংকংয়ে আবারো শুরু হয়েছে ধরপাকড়। সোমবার (১ মার্চ) তাদের আদালতে তোলার কথা রয়েছে। রোববার অন্তত ৪৭ জন গণতন্ত্রপন্থির বিরুদ্ধে এ আইনে অভিযোগ আনা হয়। বিতর্কিত এ আইন প্রয়োগের পর এবারই সবচেয়ে বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে গত মাসে নিরাপত্তা আইনের আওতায় অন্তত ৫৫ জনকে আটক করা হয়। এদিকে চীনের বিতর্কিত এ আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেন।

‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগের বিচার করতে হংকংয়ে নিরাপত্তা আইন জারি করে চীন সরকার। সমালোচকেরা বলে আসছেন, এই আইন ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করেছে। মূলত হংকংয়ে ২০১৯ সালে গণতন্ত্রপন্থিদের টানা আন্দোলনের পরই এই আইন চালু করে চীন।

বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রীয় নিয়ম ভঙ্গ, সন্ত্রাসবাদ ও ধ্বংসযজ্ঞের অভিযোগে অভিযুক্তদের জাতীয় নিরাপত্তা আইনে বিচার করে চীনের আদালত। এই আইনে কারও আজীবন কারাদণ্ডের শাস্তিও হতে পারে। শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো আইনটির সমালোচনা করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App