×

স্বাস্থ্য

স্বাস্থ্যের স্বেচ্ছাসেবকদের সম্মানির চিন্তা করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৪:৪৪ পিএম

স্বাস্থ্যের স্বেচ্ছাসেবকদের সম্মানির চিন্তা করছে সরকার

স্বাস্থ্যকর্মী/ফাইল ছবি

কাজের আগ্রহ বাড়াতে স্বাস্থ্য বিভাগ স্বেচ্ছাসেবকদের সম্মানির ব্যবস্থা করার চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ লাখ পিস অ্যালকোহল প্যাড উপহার দিয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রসঙ্গত, করোনার টিকা প্রয়োগে অ্যালকোহল প্যাড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মহামারির এই সময়ে এমন উপহারে কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বেসরকারি খাতকে কোনো টিকা দেবে না সরকার। তারা আমদানি করে টিকা দিতে পারবে, তবে সেক্ষেত্রে মূল্য সরকার নির্ধারণ করে দেবে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের ডাটা চাওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব তাদের টিকা দেওয়া হবে।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App