×

সারাদেশ

বিএনপির সমাবেশ: বাস ধর্মঘটে খুলনার স্টাইল রাজশাহীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৫:২৫ পিএম

বিএনপির সমাবেশ: বাস ধর্মঘটে খুলনার স্টাইল রাজশাহীতে

রাজশাহীতে পরিবহন ধর্মঘট/ফাইল ছবি

কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজশাহী থেকে হঠাৎ সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিএনপি নেতাদের অভিযোগ, এটা নতুন কিছু নয়, মঙ্গলবার (২ মার্চ) বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ নস্যাৎ করতেই খুলনার স্টাইলে রাজশাহীতেও বাস চলাচল বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ ডেকে এনেছে।

এদিকে রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাসে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, যেহেতু আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর কারণে তারা বিশৃঙ্খলা ও যানবাহনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন। এ কারণে তারা সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। যদিও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দাবি করে বলেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। মারধরকারীদের গ্রেপ্তারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে রাজশাহী থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। এছাড়া বিকল্প পথে হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে রওয়ানা দিচ্ছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এখন পর্যন্ত তাদের বিভাগীয় সমাবেশের অনুমতি ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়নি। এর ওপর সকাল থেকে হঠাৎই রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এছাড়া আর কিছু না। এটি রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

এরআগে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খুলনা জেলার ১৮টি রুটে ২৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির ২৪ ঘন্টা পরিবহন চলাচল বন্ধ রাখা হয়। এসময় পরিবহন শ্রমিকদের দীর্ঘ সময় গাড়ি চালিয়ে ক্লান্ত হওয়ার কারণে বিশ্রামের জন্য ২৪ ঘন্টা সব ধরণের গাড়ি বন্ধ রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App